নওগাঁ জেলা

Naogaon District of rajshahi Division in Bangladesh
নওগাঁ জেলা : নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নওগাঁ জেলা বরেন্দ্রীয় অংশ। সন্ধ্যাকর নন্দীর ভাষায় বরেন্দ্রী হল "বসুধাশির", ধরিত্রীর মুকুট-মণি । সুতরাং বরেন্দ্রীর অংশ হিসেবে নওগাঁ জেলা অনেক গুরুত্ব বহন করে। বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখন্ডটি ১৯৮৪-র পহেলা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হত, তাই হয়েছে বর্তমান বাংলাদেশের কন্ঠশোভা নওগাঁ জেলা।

নামকরণের ইতিহাস :

ভৌগোলিক সীমানা :
এর উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর , দক্ষিণে বাংলাদেশের নাটোর ও রাজশাহী জেলা , পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে ভারতের মালদহ ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ।


প্রশাসনিক এলাকাসমূহ : 

নওগাঁ জেলার মোট ১১টি উপজেলা রয়েছে:
  • ধামুরহাট উপজেলা
  • মহাদেবপুর উপজেলা
  • পরশা উপজেলা
  • সাপাহার উপজেলা
  • বদলগাছী উপজেলা
  • মান্দা উপজেলা
  • নিয়ামতপুর উপজেলা
  • আত্রাই উপজেলা
  • রানীনগর উপজেলা
  • নওগাঁ সদর উপজেলা
পৌরসভা:
নওগাঁ জেলায় চারটি পৌরসভা রয়েছেঃ
  • নওগাঁ পৌরসভা
  • সান্তাহার পৌরসভা
  • নজিপুর পৌরসভা
  • ধামুইরহাট পৌরসভা
ঐতিহাসিক স্থানসমূহঃ


  • পাহাড়পুর বৌদ্ধবিহার
  • কুসুম্বা মসজিদ
  • বলিহার রাজবাড়ি
  • রঘুনাথ মন্দির।- ঠাকুরমান্দা।
  • জগদ্দল বিহার
  • দিব্যক জয়স্তম্ভ
  • পতীসরː রবি ঠাকুরের কুঠি বাড়ী
 নদনদী :

নওগাঁ জেলর পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা, মধ্যবর্তী আত্রাই এবং পূর্বভাগে যমুনা এই জেলার প্রধান নদী। যমুনাও মূলত তিস্তা নদীরই একটি শাখা।