গাজীপুর জেলা

নামকরণের ইতিহাস :
ইতিহাস খ্যাত ভাওয়াল পরগণার গহীনবনাঞ্চল আর গৈরিক মৃত্তিকাকোষের টেকটিলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিক এ জনপদ ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
ভৌগোলিক সীমানা :
গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলাও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকাসমূহ :
গাজীপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলি হলোঃ
ঐতিহাসিক স্থানসমূহঃ
- ভাওয়াল রাজবাড়ী
- ভাওয়াল জাতীয় উদ্যান
- আনসার একাডেমী
- নুহাশ পল্লী
- জাগ্রত চৌরঙ্গী
- বলিয়াদী জমিদার বাড়ী
- নাগবাড়ী, চান্দনা, চৌরাস্তা।
- নাগরী, পাঞ্জুরা চার্চ
- রাংগামাটিয়া, তুমিলিয়া, কালীগঞ্জ
- বঙ্গবন্ধু সাফারি পার্ক
- মন পুড়া পার্ক, কাশিমপুর,গাজীপুর
- নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা
প্রখ্যাত ব্যক্তিত্ব :
- তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
- মোঃ সামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি
- আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা, বাংলাদেশের প্রাক্তন সর্বৌচ্চ ক্যাথলিক ধর্মিয় নেতা।
- আহসানউল্লাহ মাস্টার,রাজনীতিবিদ
0 Comments