কিশোরগঞ্জ জেলা
কিশোরগঞ্জ জেলা : বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
নামকরণের ইতিহাস :
কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনোও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে বত্রিশ এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন; এ গঞ্জ থেকই কালক্রমে নন্দকিশোরের গঞ্জবা 'কিশোরগঞ্জ'-এর উতপত্তি হয়।
ভৌগোলিক সীমানা :
কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় ২,৬৮৮ বর্গ কিলোমিটার। এই আয়তনে ১৩টি উপজেলা রয়েছে।
অর্থনীতি :
কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর র্নিভর। যেমন: হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদার লভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি হয়ে থাকে যা দেশের বাইরেও রপ্তানি হয়।
চিত্তাকর্ষক স্থান :
শোলাকিয়া ঈদগাহ ময়দান, গুরুদয়াল কলেজ, চন্দ্রাবতীর বাড়ী (নীলগঞ্জ), ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ী, এগারোসিন্দুর
বিখ্যাত ব্যক্তিবর্গ :
- মোহাম্মদ মতিউর রহমান (১০ মার্চ, ১৮৯২ - ১৮ অক্টোবর, ১৯৬৫) ছিলেন বাংলাদেশের একজন শিক্ষক, গবেষক ও লেখক।
- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, (১৮৮৯– ৯ আগস্ট, ১৯৭০) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
- মোহনকিশোর নমোদাস, (? - ২৬ মে, ১৯৩৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
- জয়নুল আবেদীন (২৯ ডিসেম্বর, ১৯১৪ - ২৮ মে, ১৯৭৬), একজন বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী।
- সত্যজিত রায়, (২ মে, ১৯২১ – ২৩ এপ্রিল, ১৯৯২), ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য সাধারণ প্রতিভা।
- সৈয়দ নজরুল ইসলাম, (১৯২৫- নভেম্বর ৩, ১৯৭৫), বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭১ সালে অস্থায়ী সরকার গঠন করেন।
- জিল্লুর রহমান, (মার্চ ৯, ১৯২৯ - মার্চ ২০, ২০১৩) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং একজন বিশিষ্ট রাজনীতিবিদ।
- আব্দুল হামিদ, (জন্ম: ১ জানুয়ারি, ১৯৪৪), বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি।
- আইভি রহমান, (জন্ম: ৭ জুলাই, ১৯৪৪- মৃত্যু: ২৪ আগস্ট, ২০০৪), একজন সংসদ সদস্য ও প্রাক্তন রাজনীতিবিদ।
- আবুল কাসেম ফজলুল হক (জন্মঃ ৩০ সেপ্টেম্বর, ১৯৪৪) বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
- ইলিয়াস কাঞ্চন, (জন্ম ২৪ ডিসেম্বর ১৯৫৬), ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়ক।
0 Comments