ঝিনাইদহ জেলা

Jhenaidah District of Khulna Division in Bangladesh

ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

নামকরণের ইতিহাস :

ঝিনাইদহ জেলার নামকরণের পিছনে স্থায়ীভাবে একটি লোককাহিনী প্রচলিত আছে যে, ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার করা হত। বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করতো। তাঁর নাম ছিল ভোলা গাজী পাটনী। বর্তমানে যোগীরঘোলের কাছেই তাঁর আস্তানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই এক সময় স্থানটির নাম দেয়া হয় ভোলা। সেই থেকে আজ অব্দী ভোলা নামে পরিচিত।

প্রশাসনিক এলাকাসমূহ :

ঝিনাইদহ জেলার উপজেলা গুলো হলঃ
  • কালীগঞ্জ উপজেলা
  • কোটচাঁদপুর উপজেলা
  • ঝিনাইদহ সদর উপজেলা
  • মহেশপুর উপজেলা
  • শৈলকুপা উপজেলা
  • হরিণাকুন্ডু উপজেলা
ভৌগোলিক সীমানা :

ভৌগোলিক বিস্তৃতি ২৩°.১৫' উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৪১.৩৬ বর্গ কিলোমিটার। ঝিনাইদহ জেলার পূর্ব পার্শ্বে মাগুরা জেলা, উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।

চিত্তাকর্ষক স্থান:

  • নলডাঙ্গা রাজবাড়ি
  • সাতগাছিয়া মসজিদ
  • বারবাজারের প্রাচীন মসজিদ
  • গাজীকালু চম্পাবতীর মাজার
  • শৈলকূপা জমিদার বাড়ি
  • খালিশপুর নীলকুঠি
  • গলাকাটা মসজিদ
  • জোড় বাংলা মসজিদ
  • পায়রা দূয়াহ্
  • শাহী মসজিদ
  • শিব মন্দির
  • ঢোল সমুদ্রের দীঘি
  • মিয়া বাড়ির দালান
  • পাঞ্জু শাহ'র মাজার
  • কে,পি, বসুর বাড়ী
  • সুইতলা মল্লিকপুর
  • বলুদেওয়ানের মাজার
প্রখ্যাত ব্যক্তিত্ব :

  • লতিফুর রহমান - বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা
  • গোলাম মোস্তফা
  • হামিদুর রহমান
  • লালন - বাউল সাধক, গায়ক, গীতিকার;
  • মুস্তফা মনোয়ার
  • পাগলা কানাই
  • মনির খান
  • জামাল নজরুল ইসলাম- দেশ বরেন্য পৃথিবীর বিখ্যাত গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী
  • কে.পি. বসু