খুলনা জেলা

Khulna District of Khulna Division in Bangladesh


খুলনা জেলা (ইংরেজি: Khulna District; খুলনা জিলা নামেও পরিচিত) হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক এলাকা। এটি খুলনা বিভাগে অবস্থিত।


ভৌগোলিক সীমানা :

খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে।[১] এর আয়তন ৪৩৯৪.৪৫ কিমি²।

খুলনা জেলার উপজেলাগুলি :
নদ-নদী :

খুলনা জেলার প্রধান নদী হল: রুপসা (অনুবৃত্তিক্রমে ভৈরব নদী ও আত্রাই নদী), বেতনা নদী, শিবসা নদী, পশুর নদী এবং কয়রার কপোতাক্ষ নদ। খুলনায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানে প্রধান নদী রূপসা নদী ও ভৈরব নদ এছাড়া শিবসা নদীপশুর নদীকপোতাক্ষ নদআড়পাঙ্গাশিয়া নদীকুঙ্গা নদীমারজাত নদীআঠারবাকি নদীভদ্রা নদীবুড়িভদ্রা নদীশৈলমারী নদীকাজিবাছা নদীডাকাতিয়া নদীকাঁকরী নদী নামে আরো বেশ কিছু নদী রয়েছে।

প্রখ্যাত ব্যক্তিত্ব :