খুলনা জেলা
খুলনা জেলা (ইংরেজি: Khulna District; খুলনা জিলা নামেও পরিচিত) হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক এলাকা। এটি খুলনা বিভাগে অবস্থিত।
ভৌগোলিক সীমানা :
খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে।[১] এর আয়তন ৪৩৯৪.৪৫ কিমি²।
নদ-নদী :
খুলনা জেলার প্রধান নদী হল: রুপসা (অনুবৃত্তিক্রমে ভৈরব নদী ও আত্রাই নদী), বেতনা নদী, শিবসা নদী, পশুর নদী এবং কয়রার কপোতাক্ষ নদ। খুলনায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানে প্রধান নদী রূপসা নদী ও ভৈরব নদ। এছাড়া শিবসা নদী, পশুর নদী, কপোতাক্ষ নদ, আড়পাঙ্গাশিয়া নদী, কুঙ্গা নদী, মারজাত নদী, আঠারবাকি নদী, ভদ্রা নদী, বুড়িভদ্রা নদী, শৈলমারী নদী, কাজিবাছা নদী, ডাকাতিয়া নদী, কাঁকরী নদী নামে আরো বেশ কিছু নদী রয়েছে।
প্রখ্যাত ব্যক্তিত্ব :
- খান জাহান আলী(১৩৬৯ - ২৫ অক্টোবর ১৪৫৯) - ইসলাম ধর্ম প্রচারক ও বাগেরহাটের স্থানীয় শাসক;
- কৃষ্ণচন্দ্র মজুমদার(১৮৩৪ - ১৯০৭) - স্বনামধন্য কবি;
- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়(২ আগস্ট ১৮৬১ - ১৬ জুন ১৯৪৪) - প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক, কবি;
- মৃণালিনী দেবী(মার্চ ১৮৭৪ - ২৩ নভেম্বর ১৯০২) - (রবীন্দ্রনাথ ঠাকুরেরসহধর্মিনী;
- রসিকলাল দাস(১৮৯৯ - ৩ আগস্ট ১৯৬৭) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী;
- বিষ্ণু চট্টোপাধ্যায়(এপ্রিল ১৯১০ - ১১ এপ্রিল ১৯৭১) - জমিদারতন্ত্র বিরোধী কৃষক আন্দোলনের ঐতিহাসিক নেতা ও সাম্যবাদী রাজনীতিবিদ;
- শেখ রাজ্জাক আলী(২৮ আগস্ট ১৯২৮ - ৭ জুন ২০১৫) - খ্যাতনামা রাজনীতিবিদ ও্ জাতীয় সংসদের সাবেক স্পীকার;
- আবেদ খান(জন্মঃ ১৬ এপ্রিল ১৯৪৫) - সাংবাদিক ও কলাম-লেখক;
- ফেরদৌসী প্রিয়ভাষিণী(জন্মঃ ১৯ ফেব্রুয়ারি ১৯৪৭) - প্রখ্যাত ভাস্কর;
- তানভীর মোকাম্মেল(জন্মঃ ১৯৫৫) - চলচ্চিত্র পরিচালক;
- ওমর সানী(জন্মঃ ৬ মে ১৯৬৯) - চলচ্চিত্র অভিনেতা;
- মৌসুমী(জন্মঃ ১১ নভেম্বর ১৯৭৩) - চলচ্চিত্র অভিনেত্রী;
- শাইখ আবদুর রহমান মাদানী(জন্মঃ ১০ জানুয়ারি ১৯৭১) - ওলামা, লেখক এবং লন্ডনের দারুল উম্মাহ মসজিদের খতীব;
- শেখ সালাহউদ্দিন আহমেদ(১০ ফেব্রুয়ারি ১৯৬৯ - ২৯ অক্টোবর ২০১৩) - বাংলাদেশী ক্রিকেটার;
- আব্দুর রাজ্জাক(জন্মঃ ১৫ জুন ১৯৮২) - বাংলাদেশী ক্রিকেটার;
- আয়শা রহমান(জন্মঃ ১৪ জানুয়ারি ১৯৮৪) - বাংলাদেশী মহিলা ক্রিকেটার;
- মানজারুল ইসলাম রানা(৪ মে ১৯৮৪) - বাংলাদেশী ক্রিকেটার;
- মোহাম্মদ জিয়াউর রহমান(জন্মঃ ২ ডিসেম্বর ১৯৮৬) - বাংলাদেশী ক্রিকেটার;
- সালমা খাতুন(জন্মঃ ১ অক্টোবর ১৯৯০) - বাংলাদেশী মহিলা ক্রিকেটার;
- রুমানা আহমেদ(জন্মঃ ২৯ মে ১৯৯১) - বাংলাদেশী মহিলা ক্রিকেটার;
- এনামুল হক(জন্মঃ ১৬ ডিসেম্বর ১৯৯২) - বাংলাদেশী ক্রিকেটার, উইকেট-রক্ষক এবং ডানহাতি ব্যাটসম্যান;
- জাহানারা আলম(জন্মঃ ১ এপ্রিল ১৯৯৩) - বাংলাদেশী মহিলা ক্রিকেটার;
- শুকতারা রহমান(জন্মঃ ২ ফেব্রুয়ারি ১৯৯৪) - বাংলাদেশী মহিলা ক্রিকেটার।
0 Comments