মাদারীপুর জেলা
মাদারীপুর জেলা : মাদারিপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। জেলার আয়তন ১,১৪৪.৯৬ বর্গকিলোমিটার।
নামকরণের ইতিহাস :
পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক বদর উদ্দিন শাহ মাদার (রঃ)এর নাম অনুসারে মাদারিপুর জেলার নামকরণ করা হয়।
ভৌগোলিক সীমানা :
২৩০‑০০ উত্তর অক্ষাংশ থেকে ২০০-৩০ উত্তর অক্ষাংশ এবং ৮৯০-৫৬ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০০-২১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত এই জেলার বিস্তার। জেলার উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, পূর্বে শরিয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, এবং দক্ষিণে গোপালগঞ্জ ও বরিশাল জেলা।
প্রশাসনিক এলাকাসমূহঃ
মাদারিপুর জেলায় ৩ টি সংসদীয় আসন , ৪ টি উপজেলা , ৫ টি থানা , ৩ টি পৌরসভা, ৫৯ টি ইউনিয়ন পরিষদ , ১০৬২ টি গ্রাম, ৪৭৯ টি মৌজা রয়েছে ।
ঐতিহাসিক স্থানসমূহঃ
পর্বতের বাগান-মস্তফাপুর, প্রণবানন্দের মন্দির- বাজিতপুর, গণেশ পাগলের মন্দির- কদমবাড়ী, রাজারাম রায়ের বাড়ি- খালিয়া, সেনাপতির দিঘি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি- মাইজপাড়া, নারায়ণ মন্দির-পািনছত্র, মাদারিপুর শকুনী দিঘি, শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ ৷
নদীসমূহ:
মাদারীপুর জেলায় প্রায় ১০টি নদী আছে। সেগুলো হচ্ছে পদ্মা, আড়িয়াল খাঁ নদী, কুমার নদী, বিষারকান্দি নদী, তুর্কি নদী, পালাদি নদী, মাদারীপুর নদী, বিলরুট চ্যানেল নদী এবং ময়নাকাটা নদী।
প্রখ্যাত ব্যক্তিত্ব :
- শাহ মাদার (১৩-১৪শতাব্দী) - প্রখ্যাত সূফী সাধক;
- কেদার রায় (১৫ শতাব্দী) - বার ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার;
- রাজা রাম রায়চৌধুরী (১৬ শতাব্দী) - রাজৈরের খালিয়া অঞ্চলের জমিদার;
- হাজী শরীয়তুল্লাহ (১৭৮০-১৮৪০) - ধর্মীয় সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা;
- মৌলোবী আব্দুল জব্বার ফরিদপুরী (১৮০১-১৮৭৬) - বিশিষ্ট উর্দু কবি ও লেখক;
- পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯-১৮৬২) - ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ফরায়েজী আন্দোলনের অন্যতম প্রধান নেতা;
- অম্বিকাচরণ মজুমদার (১৮৫১ -১৯২২) - বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী; ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি (১৯১৬);
- সূফী আমির শাহ (মৃত্যুঃ ১৯৪৪) - প্রখ্যাত আধ্যাত্মিক সাধক;
- পুলিন বিহারী দাস (১৮৭৭-১৯৪৯) - ব্রিটিশ বিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের অনুশীলন সমিতির প্রধান (১৯০৭-১০);
- কিরণ চাঁদ দরবেশ (১৮৭৮-১৯৪৬) - স্বদেশী যুগের রাজনৈতিক কর্মী, কবি, গীতিকার ও সাহিত্য সাধক;
- আবা খালেদ রশীদ উদ্দিন (১৮৮৪-১৯৫৬) - বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ;
- পূর্ণচন্দ্র দাস (১ জুন ১৮৯৯ - ৪ মে ১৯৫৬) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
- চিত্তপ্রিয় রায়চৌধুরী (১৮৯৪-১৯১৫খ্রি.); মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর রনাঙ্গনে সম্মুখ যুদ্ধে শহীদ ৷
- নীরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৯৫-১৯১৫খ্রি.); মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর কারাগারে ফাঁসির মঞ্চে শহীদ ৷
- মনোরঞ্জন সেনগুপ্ত (১৮৯৮-১৯১৫খ্রি.); মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর কারাগারে ফাঁসির মঞ্চে শহীদ ৷
- স্বামী প্রণবানন্দ মহারাজ (১৮৯৬-১৯৪১খ্রি.); স্বদেশী যুগের বিশিষ্ট বিপ্লবী ও বীর সাধক ৷
- খান বাহাদুর আব্দুর রহমান খাঁ (১৮৯০-১৯৬৪খ্রি.); শিক্ষাবিদ ও সাহিত্যিক; যুক্ত বঙ্গের এডিপিআই(১৯৩৯-৪৫), জগন্নাথ কলেজ এর প্রিন্সিপাল(১৯৪৮-৫৬) ও রেক্টর(১৯৫৬) ৷
- আলিমুদ্দিন আহম্মদ, খান সাহেব (১৮৯০ -১৯৫৭খ্রি.); মোক্তার ও বিশিষ্ট রাজনীতিবিদ ৷
- ডাঃ জোহরা কাজী; ভারতীয় উপমহাদেশ এর প্রথম মহিলা চিকিৎসক ৷
- মুন্সী মোজাহারুল হক (১৮৯৮-১৯৭৯খ্রি.); রাজনীতিবিদ ও মাদারিপুরের প্রথম লঞ্চ ব্যাবসায়ী ৷
- ইস্কান্দার আলী খান (১৯০১-৮৩খ্রি.); বিশিষ্ট আইনজীবি ও রাজনীতিবিদ; এমএলএ
- ফণীভূষণ মজুমদার (১৯০১ -৮১খ্রি.); এমএলএ, এমপিএ, মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির সদস্য, মন্ত্রী ৷
- দ্বারকানাথ বারুরী (১৯০৬ -৮৫খ্রি.); যুক্ত বঙ্গের ও পূর্ব পাকিস্তান মন্ত্রী, পাকিস্তান কন্সটিটিউশন কমিশনের সদস্য(১৯৬০) ৷
- ডাঃ গোলাম মাওলা (১৯২০ -৬৭খ্রি.); ভাষা সৈনিক, এমএলএ, এমএনএ একুশে পদক(২০১০) প্রাপ্ত; বিশিষ্ট চিকিৎসক ৷
- ড. ফজলুর রহমান খান (১৯২৯-৮২খ্রি.); বিশ্ববিখ্যাত স্থপতি; আমেরিকান ইঞ্জিনিয়ারিং রেকর্ডের "ম্যান অব দ্যা ইয়ার"(১৯৬৬,৬৯,৭১,৭২), মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার(১৯৯৯) প্রাপ্ত ৷
- পদ্মা দেবী (১৯১৭ -৮৩খ্রি.); ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী ৷
- সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪ -খ্রি.); প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও সাংবাদিক ৷
- প্রফেসর গোলাম ওয়াহেদ চৌধুরী; রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও সমাজসেবী; পাকিস্থান কন্সটিটিউশন কমিশনের অনারারি উপদেষ্টা(১৯৬১) ও কেন্দ্রীয় মন্ত্রী(প্রাক্তন) ৷
- রশীদ তালুকদার, (২৪শে অক্টোবর, ১৯৩৯ - ২৫শে অক্টোবর, ২০১১) বিজ্ঞান জাদুঘর (১৯৭৮) ও বিপিএস (১৯৮২) স্বর্ণপদক প্রাপ্ত ফটো সাংবাদিক।
- আভা আলম (১৯৪৭-৭৬খ্রি.); সঙ্গীত শিল্পী; মরনোত্তর একুশে পদক(১৯৭৮) স্বর্ণপদক প্রাপ্ত ৷
- ড. মুহাম্মদ আব্দুর রশীদ (১৯৩৮-৬৯খ্রি.); ভূ-তত্ত্ববিদ ও গবেষক ৷
- রাজিয়া মাহবুব; বিশিষ্ট সাহিত্যিক ৷
- স্টুয়ার্ড মুজিবর রহমান; আগরতলা ষড়যন্ত্র মামলার তিন(৩) নম্বর আসামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৷
- মৌলভী আচমত আলী খান (১৯০৭-৯৩খ্রি.); এমপিএ, এমপি; বঙ্গীয় গভর্ণর মেডেল(১৯৪৩) প্রাপ্ত ৷
- প্রফেসর ড. জিল্লুর রহমান খান; রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও লেখক ৷
- আব্দুল মান্নান শিকদার; ভাষা সৈনিক; প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী ৷
- সৈয়দ আবুল হোসেন - রাজনীতিবিদ;
- শাহজাহান খান - রাজনীতিবিদ;[তথ্যসূত্র প্রয়োজন]
- আ ফ ম বাহাউদ্দিন নাসিম - রাজনীতিবিদ।[তথ্যসূত্র প্রয়োজন]
0 Comments