পঞ্চগড় জেলা

 Panchagarh District of Rangpur Division in Bangladesh

পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

নামকরণের ইতিহাস :

"পঞ্চ" (পাঁচ) গড়ের সমাহার "পঞ্চগড়" নামটির অপভ্রমংশ "পঁচাগড়" দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু গোড়াতে এই অঞ্চলের নাম যে, 'পঞ্চগড়ই' ছিলো সে ব্যাপারে সন্দেহ থাকতে পারে না। বস্তুত ভারতীয় উপমহাদেশে "পঞ্চ" শব্দটি বিভিন্ন স্থান নামের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন- পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। "পঞ্চনগরীর" দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়। পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে তাদের মাঝে উল্লেখ করার মত গড় হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ‘পঞ্চগড়’ নামটি এভাবেই এসেছে। বিশ্বাস করা কঠিন হলেও সত্য দেশ বিভাগের আগেও এই অঞ্চলটি ছিল জনমানুষ বিরল বন-জঙ্গল পূর্ণ, সে জঙ্গলে বাঘও ছিল। মানুষের সংখ্যা বারার সাথে সাথে পরিবর্তন এসেছে দ্রুত।

আধুনিক পঞ্চগড় জনপদটি আয়তনে ক্ষুদ্র হলেও এর প্রাচীন ও প্রাগৈতিহাসিক ইতিবৃত্ত অত্যন্ত সম্বদ্ধ। অতি প্রাচীন ও প্রাগৈতিহাসিক ইতিবৃত্ত সম্বদ্ধ করেছে হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের এই জনপদটিকে। পঞ্চগড় জেলার নামই এর যথার্থ স্বাক্ষ্য বহন করে। হিন্দু ও বৌদ্ধ যুগে পুন্ড্র বর্ধন নগরীর অনতিদূরেই ছিল আজকের পঞ্চগড়ের অবস্থান। ভিন্নমতে, গৌড় রাজ্যকে এক সময় বলা হতো পঞ্চগৌড়।

ভৌগোলিক সীমানা :

পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।[২] ২৬ ডিগ্রি ২০মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৮ ডিগ্রি ৩৪ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত পঞ্চগড় "জেলা" হিসেবে নবগঠিত ও আয়তনে ক্ষুদ্র হলেও এর পারিপার্শ্বিক ভৌগোলিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে স্যার সিরিল রেডক্লিফ কর্তৃক নির্দেশিত এই জেলার সীমান্ত রেখা অত্যন্ত আঁকাবাঁকা ও ভঙ্গুর। পঞ্চগড় জেলার তিনদিকেই ভারতীয় সীমান্ত। এই সীমান্ত অঞ্চল ১৮০মাইল বা ২৮৮ কিলোমিটার।[২] জেলার মোট আয়তন ১,৪০৪.৬৩ বর্গ কিঃমিঃ।

প্রশাসনিক এলাকাসমূহ :

পঞ্চগড় জেলা ৫টি উপজেলায় বিভক্ত। এগুলো হলো:
  • দেবীগঞ্জ উপজেলা
  • তেতুলিয়া উপজেলা
  • পঞ্চগড় সদর উপজেলা
  • আটোয়ারী উপজেলা
  • বোদা উপজেলা
অর্থনীতি :

এখানে পাথর উত্তোলন করা হয়। এছাড়া চা; বৈদ্যুতিক পিলার অন্যতম উৎপাদিত পন্য।

চিত্তাকর্ষক স্থান : 

 Panchagarh District of Rangpur Division in Bangladesh
  • ভিতরগড়
  • মহারাজার দিঘী
  • বদেশ্বরী মহাপীঠ মন্দির
  • সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান
  • মির্জাপুর শাহী মসজিদ
  • বার আউলিয়ার মাজার
  • গোলকধাম মন্দির
  • তেঁতুলিয়া ডাক-বাংলো
  • তেঁতুলিয়া পিকনিক কর্ণার
  • বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর
  • রকস্ মিউজিয়াম
  • মহারাণী বাঁধ
নদ-নদী :

পঞ্চগড় জেলায় প্রায় ১২টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছেকরতোয়া নদী , কুড়ুম নদী, টাঙ্গন নদী, গোবরা নদী, ডাহুক নদী, পাথরাজ নদী, পাঙ্গা নদী, নাগর নদী, চাওয়াই নদী, চাউলি নদী, তালমা নদী এবং মহানন্দা নদী।