খাগড়াছড়ি জেলা

Khagrachari District of Chittagong Division in Bangladesh  
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অপরুপ সৌন্দর্যের অধিকারী খাগড়াছড়ি পার্বত্য জেলা। এখানে রয়েছে অসম্ভব সুন্দর সব পর্যটন কেন্দ্র, যা দেখার জন্য বছরে প্রায় পতিদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে।

নামকরণের ইতিহাস :


খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। ১৭০০ সালে এই এলাকাটি কার্পাস মহাল নামে পরিচিত ছিল। তৎকালিন এর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোঃ এর সাথে একযুদ্ধে পরাজিত হয়ে তুলা কার্পাস) ট্যাক্স হিসাবে দিতে হতো।

ভৌগোলিক সীমানা :


খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট আয়তন ২৭০০ বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলাও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।

জনসংখ্যা

জনসংখ্যা (2001) • মোট ৫,১৮,৪৬৩ • ঘনত্ব ১৯০/কিমি২ (৫০০/বর্গমাইল)

প্রশাসনিক এলাকাসমূহ :


খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৯ টি উপজেলা আছে ।যথাঃ
  • খাগড়াছড়ি সদর উপজেলা
  • দীঘিনালা উপজেলা
  • পানছড়ি উপজেলা
  • মহালছড়ি উপজেলা
  • মাটিরাঙ্গা উপজেলা
  • মানিকছড়ি উপজেলা
  • রামগড় উপজেলা
  • লক্ষীছড়ি উপজেলা
  • গুইমারা উপজেলা

ঐতিহাসিক স্থানসমূহঃ


  • আলুটিলা গুহা
  • সিন্ধুকছড়ি পুকুর
  • রামগড় জঙ্গল
  • লক্ষীছড়ি জলপ্রপাত
  • বৌদ্ধ মন্দির
  • জেলা পরিষদ হর্টিকালচার পার্ক(ঝুলন- ব্রীজ)
  • মং রাজবাড়ি
  • গুইমারা
  • পুরাতন চা বাগান
  • মাতাই পুখিরি
  • দেবতা পুকুর
  • রামগড় পাহাড় ও টিলা
  • স্বার্থক
  • আলুটিলা গুহা
  • পানছড়ি অরণ্য কুঠির
  • হাতিমাথা পাহাড়ঃ (পাহাড়িরা একে এ্যাডোশিরা মোন) বলে। এ্যাডো শব্দের মানে হাতি আর শিরা মানে মাথা।
  • আলুটিলা ঝরণা

প্রখ্যাত ব্যক্তিত্ব :


  • ওয়াদুদ ভূইয়া
  • অনন্ত বিহারী খীসা
  • যতীন্দ্র লাল ত্রিপুরা,
  • একেএম,আলীম উল্যাহ,
  • কুজেন্দ্র লাল ত্রিপুরা,
  • সমীরণ দেওয়ান
  • কংজরী চৌধুরী
  • মোঃ জাহেদুল আলম,
  • ডঃসুধীন চন্দ্র চাকমা,
  • হাজী দোস্ত-মোহাম্মদ চৌধুরী (মুক্তিযোদ্ধা কমান্ডার)
  • প্রবীন চন্দ্র চাকমা
  • প্রসীত বিকাশ খীসা
  • সুদিব্য কান্তি চাকমা
  • জজ দর্শন চাকমা
  • মেজর অমূল্য ধন চাকমা
  • সমির দত্ত চাকমা