Moulvibazar District of Sylhet Division in Bangladesh

মৌলভীবাজার জেলা

Moulvibazar-District-of-Dhaka-Division-in-Bangladeshমৌলভীবাজার জেলা : মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

নামকরণের ইতিহাস :

শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। কীর্তিমান ব্যক্তিত্ব : হয়রত শাহ মোস্তফা (র:), মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ, মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমান,কবি মুজাফফর খান, সৈয়দ মুজতবা আলী, জাতীয় পরিষদ সিলেটের প্রথম মহিলা সদস্য বেগম সিরাজুন্নেসা চৌধুরী, সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, গবেষক ড. রঙ্গলাল সেন প্রমুখ। মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধে মৌলভীবাজার ছিল ৪ নং সেক্টরের অধীন। সেক্টর কমান্ডার ছিলেন সি.আর.দত্ত। রাজনগর পাঁচগাঁও এর গণহত্যা, বড়লেখা ও কুলাউড়ার বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ আজও মানুষকে কাঁদায়। ৮ ডিসেম্বর মৌলভীবাজার শত্রুমুক্ত হয়।


ভৌগোলিক সীমানা :

উত্তরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা , ফেঞ্চুগঞ্জ উপজেলা , গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলা ; দক্ষিণে ত্রিপুরা রাজ্য (ভারত); পূর্বে কাছাড় (ভারত)এবং পশ্চিমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা ।

প্রশাসনিক এলাকাসমূহ :


 ঢাকা -সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার স্বাগত মিনার এই জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত; এগুলো হলোঃ
  • কমলগঞ্জ
  • কুলাউড়া
  • জুড়ী
  • বড়লেখা
  • মৌলভীবাজার সদর
  • রাজনগর
  • র্রীমঙ্গল
 
ঐতিহাসিক স্থানসমূহঃ


 মৌলভীবাজার জেলায় অবস্থিত চা-কন্যা স্থাপত্য
  • শাহ মোস্তফা-এর মাজার - মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলের বেড়ীরপাড়ের দক্ষিণ তীর;
  • খাজা ওসমান - সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান বীর;
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা;

প্রখ্যাত ব্যক্তিত্ব :


  • এম সাইফুর রহমান , খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিক
  • সৈয়দ মুজতবা আলী , বাঙালি সাহিত্যিক
  • হযরত শাহ মোস্তফা (রঃ) বাগদাদী আলেম
  • অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরি
  • অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমদ

Post a Comment

0 Comments