শেরপুর জেলা

Sherpu District of Mymensingh Division in Bangladesh

শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে ১৮২৯-২০১৫ পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলার আয়তন ১,৩৬৩.৭৬ বর্গকিলোমিটার ও ২০১১ আদমশুমারি অনুসারে জনসংখ্যা ১৩,৩৪,০০০ জন। ১৯৮৪ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে পৃথক হয়ে শেরপুর জেলা গঠিত হয়।

নামকরণের ইতিহাস :

শেরপুরের অর্থনীতি বহুলাংশে ধানের চাতালের উপর নির্ভরশীল। প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কুঁড়া, তুষ সহ অনেক ছোট ছোট শিল্পের যোগান ও পরিবহন খাতের গ্রাহক হয়ে সাহায্য করছে এইসব চাতাল। তাছাড়া শেরপুর জেলার প্রধান ফসল ধান এবং পাট।

প্রশাসনিক এলাকাসমূহ :

শেরপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ
  • ঝিনাইগাতী
  • নকলা
  • নালিতাবাড়ী
  • শেরপুর সদর
  • শ্রীবরদী
ভৌগোলিক সীমানা :

উত্তরে মেঘালয় , দক্ষিণ ও পশ্চিমে জামালপুর জেলা , ও পূর্ব দিকে ময়মনসিংহ জেলা 

চিত্তাকর্ষক স্থান :

  • গজনী
  • মধুটিলা ইকোপার্ক
  • শের আলী গাজীর মাজার
  • জরিপ শাহ এর মাজার
  • শাহ কামাল এর মাজার
  • বার দুয়ারী মসজিদ
  • ঘাগড়া লস্কর খান মসজিদ
  • মাইসাহেবা জামে মসজিদ
  • পানি হাটা দিঘই
  • নয়াআনী বাজার নাট মন্দির
  • রঘুনাথ জিউর মন্দির
  • জিকে পাইলট স্কুল
  • গড়জরিপা কালিদহ গাং এর ডিঙি
প্রখ্যাত ব্যক্তিত্ব :


  • শের আলী গাজী
  • আফসার আলী - বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা
  • রবি নিয়োগী - বিপ্লবী
  • খন্দকার আব্দুল হামিদ